বাড়ি-বাড়ি গিয়ে নৌকার ভোট চাইছেন নুর-এ আলম সিদ্দিকী

Spread the love

কালিহাতী প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে বাড়ি-বাড়ি গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী। দিনে গণসংযোগ ও বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও আর রাতে উঠান বৈঠক করছেন তিনি। 

আগামী (১৬ মার্চ) এলেঙ্গা পৌর সভায় ভোট। ইতি মধ্যেই এখানে প্রচার-প্রচারণা তুঙ্গে। 

সোমবার (৬ মার্চ) দিনভর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে ভোটারদের ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী ।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটাররা বলছেন, এবার আর আমরা ভুল করবো না, উন্নয়নের স্বার্থে এক যোগে নৌকা মার্কায় ভোট দিবো।

নৌকার মার্কার মেয়র প্রার্থী নুর -এ আলম সিদ্দিকী বলেন, আমরা আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমি শতভাগ আশাবাদী পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখতে সকল ভোটাররা তাদের পবিত্র একটি ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করবে।

যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়