স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় তিন ফসলি জমি বিনষ্ট করে ‘লেক ভিউ’ নামে একটি রিসোর্ট নির্মাণকে কেন্দ্র করে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) ও বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে।
সোমবার (৮ মে) দুপুরে কাজী অলিদ ইসলাম উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তাকে শারীরিক ভাবে নাজেহাল বা হত্যা করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন।
সাংবাদিক সম্মেলনে দ্ব্যর্থ কণ্ঠে কাজী অলিদ ইসলাম জানান, তিন ফসলি জমি বিনষ্ট করে ‘লেক ভিউ’ নামীয় একটি ভুয়া প্রজেক্টের বিরোধিতা করায় তার উপর হামলা হলে স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহিদুল ইসলাম এবং বাদল এন্টারপ্রাইজের স্বত্তআধিকারী বাদল মিয়া দায়ী থাকবেন।
তিনি জানান, টাঙ্গাইল-বাসাইল সড়কের দক্ষিণ পাশে জি-টু-প্রজেক্টের নামে বাসাইলের তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি করতে দেওয়া হবেনা। তথা কথিত লেক ভিউ প্রতিষ্ঠায় কাশিল ইউনিয়নের সায়ের মৌজার শতাধিক একর তিন ফসলি জমির মাটি কেটে ২০-৩০ ফুট গভীর করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
মাটিবাহী ২৫-৩০ টনের ড্রাম ট্রাকের চাকায় গ্রামীণ সড়ক বিনষ্ট হচ্ছে। ওই লেক ভিউ নামক প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন, স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
ভূমি ব্যবস্থাপনা আইন ও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা উপেক্ষা করে কি করে এমপি সাহেব তিন ফসলি জমির মাটি কাটার কাজ উদ্বোধন করলেন-এমন প্রশ্ন রাখেন তিনি।
সাংবাদিক সম্মেলনে কাজী অলিদ ইসলাম জানান, তিনি উপজেলা ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একাধিকবার বিষয়টি উপস্থাপন করেছেন। কিন্তু কোন কাজ হয়নি। তবে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করা হওয়ার পরও আবার মাটি উত্তোলন চালানো হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে বাসাইলের কাউলজানী ইউপি চেয়ারম্যান আতাউল গনি হাবীব, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আরিফিন খানশুর সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইলিয়াস জামান বাপ্পী, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক কামরান খান বিপুলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এরআগে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, গত ৪ মে তথাকথিত লেক ভিউ রিসোর্ট নির্মাণের নামে মাটি বিক্রেতা স্থানীয় জনৈক জহির আহমেদ জমাদার পিন্টু উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে।
যুগধারা ডট টিভি/অন্তু