বাসাইলে জেলা আ.লীগের সাধারন সম্পাদককে জমকালো সংবর্ধনার আয়োজন

Spread the love

জাহাঙ্গীর আলম ঃ টাঙ্গাইল -৮ (বাসাইল -সখিপুর)  আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) দ্বিতীয়বার টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)বিকাল ২ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে বিশাল জমকালো গণ সংবর্ধনা আয়োজন করেছেন বাসাইল উপজেলা আওয়ামীলীগ।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও  কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  ড.আব্দুর রাজ্জাক  এম পি।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল -৮ (বাসাইল -সখিপুর)  আসনের সংসদ সদস্য  ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি  জোয়াহের) বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  হাজী মোঃ মতিয়ার রহমান গাউছ এর 

সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির,জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাইফুজ্জামান সোহেল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ মন্ত্রালয়ের  সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন,বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম। 

অনুষ্ঠনটি সঞ্চলনা করবেন বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা রাজিক।

সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে যাদু পরিবেশন করবেন বর্তমান সময়ের বাংলাদেশের সেরা ম্যাজিকম্যান এম আলমগীর ও গান পরিবেশন করবেন কণ্ঠ শিল্পী ঐশী ও রাজীব এবং জিয়াদ সিদ্দিক।