বাসাইলে দুইটি রাস্তা উদ্ভোধন করলেন এমপি জোয়াহেরুল

Spread the love

জাহাঙ্গীর আলম :

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়নে সহরাইল কাউলজানি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আলিম খানের বাড়ী পর্যন্ত ও গিলাবাড়ী বার্তা থেকে বার্তা নব্বেস চান এর মাজার পর্যন্ত রাস্তা উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বিকালে এ রাস্তা উদ্ভোধন করেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

এ সময় বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমান গাউছ, সহ-সভাপতি আবু হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজহার আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুগধারা ডট টিভি/অন্তু