জাহাঙ্গীর আলম :
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (২৬মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে বাসাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতাল গেইট সংলগ্ন স্মৃতিসৌধ এবং নথ খোলা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল সাড়ে আট টায় বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল ৮-(বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর গফুর বীরপ্রতীক,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউস,বাসাইল থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মির্জা রাজিক, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধাগন, সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সূধীজন।
যুগধারা ডট টিভি/অন্তু