বাসাইল প্রতিনিধি ঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজির আহমেদ রঞ্জু বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তারের নিকট থেকে নিজের মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ ও স্মার্ট আইডিকার্ড গ্রহণ করেন। এ সময় বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউজ, সহ- সভাপতি একে আজাদ খানশুর, সাধারন সম্পাদক মির্জা রাজিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। অধ্যাপক ডা: নাজির আহমেদ চৌধুরী জাতীয় হৃদরোগ ইন্সষ্টিটিউটের প্রাক্তন পরিচালক (ভারপ্রাপ্ত)। তার গ্রামের বাড়ি উপজেলার কাউলজানী। একাত্তরে তিনি কাদেরিয়া বাহিনীতে যোগদান করেন। পরে ভারতের মেঘালয় প্রদেশের তুরা ক্যাম্পে ট্রেনিং নিয়ে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর হয়ে টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে অংশ গ্রহন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথরঘাটা যুদ্ধ, শাহজানী চরের পাশে যুদ্ধ, পাকুল্লা ব্রীজ অপারেশন, বারকাঠি বিলের পাশে পাক বাহিনীর সাথে যুদ্ধ। উল্লেখ্য উপজেলার ৫০১ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে সনদ ও স্মার্ট আইডি কার্ড ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী আরও ৪০৬ জনেকে ডিজিটাল মুক্তিযোদ্ধা সনদ প্রদান করা হয়েছ