বাসাইল পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

Spread the love

অর্ণব আল আমিন, বাসাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের ৩টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ এ কাজের উদ্বোধন করেন।

বাসাইল পূর্ব পাড়া কালিবাড়ি হতে বিশ্বজিৎ এর বাড়ি পযন্ত ২০৩ মিটার রাস্তা,বাসাইল মধ্যপাড়া হেলাল মিয়ার বাড়ি হতে লেবু মিয়ার বাড়ি পর্যন্ত ৪৩ মিটার রাস্তা এবং বাসাইল মধ্যপাড়া প্রাইমারি স্কুল রাস্তা হতে  কুতুব উদ্দিনের বাড়ি পর্যন্ত ৩৭ মিটার রাস্তার উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের কমিশনার হাফিজুর রহমান হাফিজ, ৮নং ওয়ার্ডের কমিশনার সাজ্জাদ হোসেন আলাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বাসাইল পৌরসভায় এডিপির আওতায় ৭ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে তিনটি রাস্তা নির্মাণ করা হচ্ছে।

যুগধারা ডট টিভি/অন্তু