বিএনপি ক্ষমাতায় আশার জন্য আন্দোলন করেনা-ভাইস চেয়ারম্যান মো. শাহ্জাহান

Spread the love

মুক্তার হাসান ঃ বিএনপির নির্বাহী কামিটির ভাইস চেয়ারম্যান মো. শাহ্জাহান বলেন, বিএনপি ভোটের রাজনীতিতে বিস্বাসী। আমরা ক্ষমাতায় আশার জন্য আন্দোলন করছিনা। আমরা আন্দোলন করছি ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। এ দেশে দিনের ভোট রাতে হয়। রাতের ভোটের সরকার কি করতে পারে। তারা পারে বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার করা ও গুম খুন করা। দলের মাহাসচিবকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। তাতেই বোঝা যায় আওয়ামী লীগ সরকার বিএনপির আন্দোলন দেখে ভয় পায়। রোববার বিকেলে টাঙ্গাইলের সিলমি কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা বিষয়ে ব্যাখা ও বিশ্লেষন ধর্মী আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ওবায়দুল হক নাসির প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসনুজ্জামিল শাহীন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।