বিএনপি-জামায়াতের অশুভ শক্তি, সন্ত্রাস-নৈরাজ্য রুখতে আমরা পুলিশ কে সহযোগিতা করবো: কৃষিমন্ত্রী

Spread the love

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি- জামায়াত অশুভ শক্তি, সন্ত্রাস-নৈরাজ্য, ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

১১জানুয়ারী (শনিবার) উপজের দেলদুয়ারের আটিয়া ইউনিয়ন ও টাঙ্গাইল সদর ছিলিমপুর ইউনিয়নের যৌথ আযোজনে ছিলিমপুর স্কুলমাঠে অনুষ্ঠিত এ শান্তি সমাবেশে প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথী হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ১৪সালে বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে দেশকে বিশৃঙ্খল অস্থিতিশীল করে তোলা, ১৫সালে দীর্ঘ ৯০দিনের হরতালের মানুষ হত্যার বিষয় উল্লেখ করে হুশিয়ারি দিয়ে তিনি বলেন,
“যদি তারা আবার গাড়িতে আগুন দেয় পুড়িয়ে মানুষ হত্যা করে, রেল লাইন তুলে ফেলে তাদের প্রতিহত করতে পুলিশ কে আমরা সহযোগিতা করবো”।

বিএনপি- জামায়াত অশুভ শক্তি সন্ত্রাস-নৈরাজ্য, ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে
এই শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম (এমপি), আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু (এমপি),
আলহাজ্ব সানোয়ার হোসেন (এমপি)