স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলে সরকারি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারিতে এক ছাত্রীর নাম এসেছে তিনটি পৃথক জায়গায়। এর ফলে ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবক মহলে। তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সাথে কথা বলতে গেলে তারা কোন কথাই বলতেছে না। এর আগে গতকাল সোমবার একযোগে দেশের সব সরকারি বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি লটারির ফলাফল প্রকাশিত হয়।
বিকেল ৫ টার দিকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয় অনলাইনে ও স্কুলের নোটিশ বোর্ডে। টাঙ্গাইলের সরকারি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে সুমাইয়া ইসলাম জেবা নামে এক ছাত্রীর নাম পৃথক তিনটি স্থানে এসেছে। সে মেধা তালিকার ১৭, ২৩ ও ৩১ নাম্বারে স্থান পেয়েছে। শরমিলার নাম ও ছবির সঙ্গে ১ টি জন্ম নিবন্ধন দিয়ে ৩ টি রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
জন্মনিবন্ধন নম্বর: ২০১১৯৩২১২৫০২২২৫৫। তবে সুমাইয়া ইসলাম জেবার পিতার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম ও মাতার নাম নাসরিন সুলতানা ও মুঠোফোন নম্বর ০১৫৯৫-৫৩০০৫৯৪ সহ ক্লাস ও শিফট দিবা শাখা হুবহু মিল রয়েছে। এদিকে সরকারি বিন্দুবাসিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তারের সাথে দেখা করার জন্য গেলে তাকে পাওয়া যায়নি।