বুরো বাংলাদেশের গুলশান শাখার উদ্বোধন

Spread the love

স্টাফ রিপোর্টারঃ-
দেশের বৃহৎতম ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম বুরো বাংলাদেশের ১৩১৬তম শাখা হিসাবে গুলশান শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান-১ লেক পাড়ে শাখা কার্যালয়ে দোয়া মাহফিল সহ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে ঢাকা উত্তর অঞ্চলের বারিধার এলাকার গুলশান শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
গুলশান শাখার ব্যবস্থাপক মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের সমন্বয়কারী (কর্মসূচী) ও ঢাকা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ শাহীনুর ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বুরো বাংলাদেশ ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মুস্তাফিজুর রহমান রাহাত। এসময়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশ প্রধান কার্যালয়ের প্রশাসন বিভাগের সমন্বয়কারী মোঃ এরশাদ আলম, ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শাজাহান আলী, গুলশান কমার্স কলেজের ভাইস প্রিন্সিপাল এম এ মোনায়েম, বাড্ডা স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো আব্দুল্লাহ আল মামুন, ডাচ্ বাংলা ব্যাংকের প্রগতি স্বরনী শাখার ডেপুটি ম্যানেজার হাসিব শাহরিয়ার, বাড্ডা থানার উপ পরিদর্শক রেজাউল আলম, উত্তরা এলাকার এলাকা ব্যবস্থাপক শিব শংকর বাকালী, পল্লবী এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন, শ্যামলী এলাকার এলাকা ব্যবস্থাপক নাজিউর রহমান, বারিধারা এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ শরিফ মাহমুদ সিকদার, মগবাজার এলাকার এলাকা ব্যবস্থাপক দুলাল প্রামানিক, বাসাবো এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, যাত্রাবাড়ী এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ নিজাম উদ্দীন, সূত্রাপুর এলাকার এলাকা ব্যবস্থাপক সাহাবুদ্দিন মিয়া সহ অঞ্চলের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ। পরে সদস্যদের মাঝে আনুষ্ঠানিক ভাবে সঞ্চয় গ্রহন ও ঋন প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনানী এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম।