বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Spread the love

যুগধারা ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে ৫ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সোমবার (১৭ এপ্রিল) রাতে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আগামী বুধবার (১৯ এপ্রিল) থেকে রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত ৫ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ২৪ এপ্রিল সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

এ ছাড়া এ সময় বন্দরের মধ্যে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

যুগধারা ডট টিভি/অন্তু