যুগধারা ডেস্ক :
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) বাংলাদেশ ব্যাংক ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর রোববার (৭ মে) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের মার্চে রিজার্ভ ছিল ৪২ দশমিক ২০ বিলিয়ন ডলার। অর্থাৎ, গত এক বছরে রিজার্ভ কমেছে ২৯ দশমিক ৪৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে এসিইউর আমদানি বিল পরিশোধ করার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে।
এসিইউ হলো আন্তঃআঞ্চলিক লেনদেনের জন্য পেমেন্ট নিষ্পত্তির ব্যবস্থা। এর সদস্য দেশগুলো দুই মাস পরপর এর মাধ্যমে তাদের অর্থ পরিশোধ করে থাকে।
বাংলাদেশ, ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এর সদস্য। সংস্থাটির সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে।
২০২১ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
যুগধারা ডট টিভি/অন্তু