ভ‚ঞাপুরে বিষ্ফোরক ও নাশকতার মামলা-গায়েবী মামলা দাবী বিএনপির

Spread the love

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে বিষ্ফোরক ও নাশকতার মামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এঘটনায় ইলিয়াস শেখ নামের এক বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইলিয়াস শেখ উপজেলা নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত ইমান আলীর ছেলে এবং ৯নং ওয়ার্ডের বিএনপির সভাপতি প্রার্থী ছিল। গত ১ নভেম্বর বৃহস্পতিবার ভ‚ঞাপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) আব্দুস ছালাম বাদী হয়ে বিএনপির ১৬ নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০/৬০জনের নামে মামলা দায়ের করেন।
এরআগে গত বুধবার (৩০ নভেম্বর) রাতে ভ‚ঞাপুর পৌরসভার শিয়ালকোল বাজার মাছের শিডের ঘরে এই ঘটনা ঘটেছে। তবে এলাকাবাসী পুলিশের উল্লেখ করা রাতের ঘটনায় সেখানে ককটেল বিষ্ফোরন ও গুলির শব্দ পায়নি বলে জানিয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দুরে ছাব্বিশা গ্রামের শিপু, আধাকিলোমিটার দূরের শিয়ালকোল ঋষিপাড়ার আওয়ামী লীগ নেতা ভেলুর বাড়ি থাকলেও তাদের এই মামলায় স্বাক্ষী করা হয়েছে। এছাড়াও স্বাক্ষী করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান তালুকদার বিদ্যুতকে।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালকোল বাজার মাছের শিডের নিচে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীরা নাশকতা মূলক কর্মকান্ডের জন্য মিটিং করছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় একটি ককটেল বিষ্ফোরিত হয়ে প্রচুর ধোয়া ও বিকট শব্দ হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছুড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত ককটেল, গুলির খোসা উদ্ধার করে। পরে এই ঘটনায় ১৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শিয়ালকোল হাটের বাসিন্দা রানী খাতুন বলেন, স্বামী স্ত্রী মিলে শিয়ালকোল বাসন্ট্যান্ডে চা বিক্রি করে রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলাম। এসময় বাড়ি যাওয়ার পথে বাজারের একপাশে পুলিশের গাড়ি দেখতে পাই। তবে পুলিশ ছাড়া বাজারে কোন মানুষজন ছিল না। পরে খাওয়া-দাওয়া শেষে ঘুমানোর আগে হঠাৎ পর পর দুইবার শব্দ শুনতে পাই। বের হয়ে দেখি দুইজন পুলিশ বাঁশি বাজিয়ে ধর ধর করতে করতে যাচ্ছে। পুলিশ পরিচিত থাকায় আমাকে ডেকে নিয়ে বাজারে থাকা একটি চুলাতে দুইটি বোমা দেখালো। এরপর আর কিছু জানিনা।

ঘটনাস্থলের পাশেই পানির ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছে। সেখানে রাতের ডিউটিতে ছিল পানির ট্যাঙ্ক নির্মাণে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। কিন্তু তারা কেউ ওই দিন রাতের কোন ঘটনা বা শব্দের কথা শোনেনি।

শিয়ালকোন বাজারে পানির ট্যাঙ্ক নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান দি সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানীর সহকারি স্টোর কিপার গৌতম রায় বলেন, বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ফুটবল খেলা দেখছিলাম। এরমাঝে মাঝে সাইট পরিদর্শন করেছি। সারারাত পাহারায় ছিলাম। তবে কোন বিকট শব্দ শুনিনি।

কোম্পানীর আরেকজন আবু হানিফও সেই রাতের কোন ঘটনার শব্দ পায়নি বলে জানিয়েছে।

ঘটনাস্থলের পাশেই শিয়ালকোল গ্রামের বাসিন্দা ও বাজার সংলগ্ন চামেলী এগ্রো নার্সারীর মালিক দুলাল খান বলেন, রাতে কোন শব্দ পাইনি। তবে সকালে শুনেছি রাতে নাকি বোমা বিষ্ফোরণ হয়েছে।

গ্রেফতার ইলিয়াসের ছেলে লোকমান হোসেন বলেন, বুধবার রাত ১০টার দিকে বাবাকে পুলিশ নিকরাইলের মাটিকাটা বাজারের হাতেম মন্ডলের চা স্টল থেকে তুলে নিয়ে যায়। পরে আমরা থানায় রাত ৩টা পর্যন্ত যোগাযোগ করলেও তাকে থানায় নিয়ে যাওয়া হয়নি। পরে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করে।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান সেলু বলেন, মাটিকাটা বাজার থেকে ইলিয়াসকে তুলে দিয়ে বিষ্ফোরক ও নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দিয়ে হয়রানি করছে যাতে সমাবেশে যেতে না পারে। শিয়ালকোল এলাকায় এই ধরণের কোন ঘটনা ঘটেনি।

মামলার বাদী ও ভ‚ঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, বিএনপির ওই নেতাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরো ১৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০জনের নামে বিষ্ফোরক দ্রব্য আইনে ও ককটেল বিষ্ফোরণ মামলা করা হয়েছে।

ভ‚ঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, নাশকতা করার পরিকল্পনা করছিল তারা। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় একজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়।