ভারতের জনগণের উদ্দেশে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি

Spread the love

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক ঘটনাপ্রবাহের জেরে দুই বন্ধূপ্রতিম দেশের মধ্যে শান্তির বার্তা দিয়ে ভারতের জনগণের উদ্দেশে বাংলাদেশি ১৪৫ বিশিষ্ট নাগরিক একটি বিবৃতি দিয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে এই বিবৃতি দেয়া হয়। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ৷

বিবৃতিতে স্বাক্ষর করেন- আনু মুহাম্মদ, সলিমুল্লাহ খান, সাঈদ ফেরদৌস, হারুন-অর-রশীদ, স্বাধীন সেন, গীতি আরা নাসরীন, ফাহমিদুল হক, কামরুল হাসান মামুন, তুহিন ওয়াদুদ, সামিনা লুৎফা, মোশরেফা মিশু, সীমা দত্ত, আলতাফ পারভেজ, কল্লোল মোস্তফা, আশরাফ কায়সার, মাহা মীর্জা, জ্যোতির্ময় বড়ুয়া, মানজুর-আল-মতিন, সায়ান, অমিতাভ রেজা চৌধুরী, কামার আহমাদ সাইমন, প্রীতম দাশ, সারোয়ার তুষার, সালমান সিদ্দিকী, মেঘমল্লার বসু প্রমুখ।

বিবৃতিতে ভারতের জনগণকে উদ্দেশ্য করে তারা বলেছেন সাধারণ জনগণের জীবনের সংকট বিচার করলে দুই দেশের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। আমাদের দেশে সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়ব, আপনারাও আপনাদের দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।