স্টাফ রিপোর্টারঃ
ভূঞাপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ শনিবার (১২ অক্টোবর) পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
প্রথমে শিয়ালকোল ঋষিপাড়া পূজা মন্ডপে যান। পরে ভূঞাপুর গার্লস স্কুল মাঠ ও ফলদা পূজামন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরফউদ্দিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, ওসি (ডিবি উত্তর ) মোশাররফ হোসেন, থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি শাজাহান কবির লিটন, প্রবীন সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, যায়যায়দিন প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান, সাংবাদিক সন্তোষ কুমার দত্ত, সোহেল তালুকদার, আব্দুর রাজ্জাক, কামাল হোসেন, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক ফরমান শেখ, আসাদ খান প্রমুখ।
পুলিশ সুপার বিভিন্ন পূজা উদযাপন কমিটির কর্মকর্তাদের সাথে নিরাপত্তা বিষয়ে কথা বলেন। সন্তোষ কুমার দত্ত বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা সনাতন ধর্মালম্বীদের পক্ষ থেকে সরকার, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা মিলেমিশে বাস করবো এবং যার যার উৎসব নির্বিঘ্নে পালন করবো। সকলের সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত হয়েছে এজন্য আমি সন্তোষ্ট প্রকাশ করছি ।