স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ভুঞাপুরে অহিংস গণঅভ্যাত্থান বাংলাদেশের দুই নারী কর্মীকে আটক করেছে পুলিশ। লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুজি নিবো স্লোগানে তারা এলাকার সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করে আইডি কার্ড ও টাকা হাতিয়ে নিচ্ছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে প্রতারণার অভিযোগে সংগঠনটির দুইজন নারী সদস্যকে ভূঞাপুর পৌরসভার বেতুয়া পলিশা এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাইশকাইল গ্রামের মিজানুর রহমানের স্ত্রী সিমু (৩০) ও একই উপজেলার নতুন সিমলাপাড়া গ্রামের সাহেব আলী মন্ডলের মেয়ে শিল্পী (৩২)।
এর আগে জেলার মধুপুরে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সমাবেশ করে। এতে কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি উবায়দুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ‘অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ’ সদস্য সচিব মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: নজরুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জালাল উদ্দিন আহমেদ, প্রধান সংগঠক মেহেদী হাসান, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, ভবানীটেকী চৌরাস্তা বাজার বণিক সমিতি’র সভাপতি জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান তারা, কুড়াগাছা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মধুপুরের সংগঠক শফিক সরকার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাসুদ হাসান, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
পুলিশ জানায়, ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও মিটিং করার জন্য লোকজন সংগ্রহের কাজ করছে দলটি। এছাড়া ওই দুই নারী কর্মী ভুঞাপুরে গাড়ি ভাড়া করতে এসেছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করে। এছাড়া আটক নারীরা গ্রামের মানুষজনকে বিনাসুদে লাখ লাখ টাকা পাওয়া যাবে মর্মে টাকা উত্তোলনসহ লিফটলেট বিতরণ করছে। এজন্য তারা গোপালপুর ও ভুঞাপুর
উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষজনের পরিচয়পত্র (আইডি কার্ড) সংগ্রহ করে।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, ওই দুই নারী অহিংস গণঅভ্যাত্থান বাংলাদেশ নামের একটা সংগঠনের সদস্য। তারা সহজ সরল মানুষের সাথে প্রতারণা করে আইডি কার্ড ও টাকা হাতিয়ে নিচ্ছে। তারা সুদ ছাড়া ঋণ দেয়া হবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।
রবিবার (২৪ নভেম্বর) আটককৃত সিমু ও শিল্পীকে জেল হাজতে প্রেরণ করা হয়।