স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের হত্যা মামলায় ভূঞাপুরে আ’লীগ নেতা আজহারুল ইসলামকে সোমবার (25 নভেম্বর) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, ২ বার নির্বাচিত সাবেক পৌর কমিশনার, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম আজহারকে টাঙ্গাইলের একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। ভূঞাপুর বাসষ্টান্ড থেকে সোমবার সকাল সাড়ে ১০ টায় তাকে আটক করে থানা পুলিশ। পরে টাঙ্গাইলের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে টাঙ্গাইলে প্রেরণ করা হয়।
ভূঞাপুর থানা অফিসার ইনচাজ রেজাউল ইসলাম বলেন, আজহারুল ইসলাম আজহারকে টাঙ্গাইলের একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
ক্যাপশন : ভূঞাপুরে আ’লীগ নেতা হত্যা মামলার আসামী আজহার