ভূঞাপুরে ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

Spread the love

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগষ্ট) দুপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দাসী-যমুনা সেতু সড়কের স্কুল রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ইভটিজারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, বাবু সুবাস চন্দ্র পাল, হাবিবুর রহমান সংগ্রাম, শিক্ষার্থী সুরভী আক্তার, লামিয়া জান্নাত, নুসরাত ইমরোজ মাইশা, জিহাদ হাসান, মাহবুব হোসেন প্রমুখ।

শিক্ষার্থী সুরভী, মাইশা ও লামিয়া বলেন- আমরা বিদ্যালয়ে যাওয়া আসার সময় কিছু বখাটে ছেলে রাস্তায় রাস্তায় বসে থাকে এবং খারাপ খারাপ কথা বলে। বিভিন্ন ভাবে খারাপ ইশারা ইঙ্গিত করে এবং  অশালীন মন্তব্য করে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। কেউ প্রতিবাদ করলে তাকে অপমান করে। তারা আরো বলেন- আমরা মেয়েরা নিরাপদে আসা যাওয়া করতে পারি না। যেকোন সময় অঘটন ঘটতে পারে এমন আশঙ্কায় থাকতে হয়। আমরা আমাদের নিরাপত্তা দাবি ও বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক বলেন, প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা বখাটেদের ইভটিজিং ও যৌন হয়রানির শিকার হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে শিক্ষার্থী সহ শিক্ষকরা। তাই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বখাটে ও ইভটিজারদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ বলেন- লিখিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।