কোরবান আলী তালুকদার ঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার স্থলকাশি দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে অত্র মাদ্রাসার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন- আলীগড় শিল্পগোষ্ঠী, টাঙ্গাইল জেলা শাখা। এসময় কষ্টাপাড়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের মন্ডল, পাঁচটিকড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক ইসহাক চকদার, মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- দৈনিক আমার সংবাদ পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ও ভূঞাপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন সরকার।