ভূঞাপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আলেয়া পেপার হাউজের সত্বাধিকারী ও পত্রিকা বিক্রেতা সামছুল আলম গুরুতর অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সামছুল হক ভূঞাপুরের প্রথম পত্রিকার সেবক হিসেব দীর্ঘ ৩৫ বছর জনগণের দৌঁড়গোড়ায় পত্রিকা পৌঁছে দেয়ার কাজটি করে আসছেন।
সামছুল হকের ছেলে হাফিজুর রহমান জানান, আমার বাবা ৩৫ বছর ধরে ভূঞাপুরের মানুষের কাছে পত্রিকা পৌঁছে দিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারজনিত কারণে ময়মনসিংস মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। বাবার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। সে তার বাবার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, সামছুল হক ঘাটাইল উপজেলা বাসিন্দা হলেও ভূঞাপুর উপজেলার ঘাটান্দী গ্রামে স্থায়ী ভাবে বসবাস করছেন।
যুগধারা ডট টিভি/অন্তু