স্টাফ রিপোর্টার ॥ ‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ এ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় গোবিন্দাসী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, গোবিন্দাসী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার এস.এম আরবী, ইন্সপেক্টর শওকত জামান, ফার্মাসিস্ট জাহাঙ্গীর শিকদার প্রমুখ।