কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উদ্যোগে ও ভূঞাপুর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে দুটি ব্যাচে উপ-সহকারি কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, তথ্য আপা ও ৩০ কৃষাণ-কৃষাণীসহ অন্যান্য পেশাজীবির সর্বমোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসতুম, বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, প্রশিক্ষক সুলতানা পারভীন মুক্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুন্নেছা, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম প্রমুখ।