স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুমুদল হক মাসুদের সভাপতিত্বে উপস্থিত ছিল, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেলরুল ইসলাম তোতা, সাহিনুল ইসলাম তরফদার বাদল, আলিফ নূর মিনি, আইয়ুব আলী মোল্লা, খায়রুল ইসলাম তালুকদার বাবলু, আব্দুল বাছেদ প্রমুখ।