ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ জিয়া মহিলা মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা এদেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত। যে অন্যায় করবে তার বিচার হবে। যারা গণহত্যা চালিয়েছে, সেসব ফ্যাসিবাদ খুনিচক্রের প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতে হবে।
তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। একটি সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ আমরা চাই। সকলের জন্য সমান অধিকারপূর্ণ বাংলাদেশ চাই। বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই। যাতে কোন বৈষম্য না থাকে।