ভূঞাপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

Spread the love
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কোনাবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিকরাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস উদ্দিন সহ উপজেলা ও নিকরাইল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।