ভূঞাপুরে মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার হাবিবের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ভূঞাপুরে বামনহাটা গ্রামের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাবিবুর রহমানের ৩য় মৃত্যু বার্ষিকীর স্মরণসভা, দোয়া ও ইসলামী জলসা বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

খন্দকার শাহাব উদ্দিনের সভাপতিত্বে অতিথি ছিলেন, মাওলানা আব্দুল গাফফার সিকদার, যায়যায়দিন প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আমিনুল ইসলাম, জাহিদ ফরহাদ তালুকদার জুয়েল।
মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাবিবুর রহমানের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন, খন্দকার রাসেল, মাহবুবুর রহমান মাণিক, শাহাদত হোসেন শেখ প্রমুখ।

ক্যাপশন : ভূঞাপুরে মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাবিবুর রহমানের স্মরণ সভায় অতিথিবৃন্দের একাংশ।