ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

Spread the love

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের গোবিন্দাসী এলাকায় অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহরুখ আকন্দ নাবিল (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র শাহরুখ আকন্দ নাবিল ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকড়ী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে। সে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় একই কলেজের আরো দুই শিক্ষার্থী গুরতর আহত হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে তিন বন্ধু বেপরোয়া গতিতে মোটরসাইকেলযোগে যমুনা সেতু এলাকায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে পৌঁছলে তাদের সামনে থাকা একটি অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় আরও দুজন। এদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন- তিনজন কলেজ ছাত্র মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়ার জন্য যমুনা সেতুর দিকে যাচ্ছিল। গোবিন্দাসী এলাকায় পৌঁছলে অটোরিক্সার সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও দুইজন গুরুতর আহত হয়। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।