ভূঞাপুরে যমুনার দুর্গম চরে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের অর্জুনা ইউনিয়নের রামাইল এলাকায় আলহাজ¦ এ্যাডভোকেট আঃ গফুর উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকালে রামাইল গ্রামে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

এ সময় অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, টাঙ্গাইল জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ এ্যাডভোকেট আঃ গফুর।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রমুখ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

যুগধারা ডট টিভি/অন্তু