ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সাবেক যুগ্ম সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার, মোঃ আব্দুর রশিদ শেখ, আব্দুল লতিফ তালুকদার, রফিকুল ইসলাম রবি, মোঃ নাসির উদ্দিন, ফরমান শেখ, তৌফিকুর রহমান, আরিফুজ্জামান তপু, শফিউর রহমান, আতিফ রাসেল সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন।