ভূঞাপুরে সুজনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

Spread the love
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সুজন-(সুশাসনের জন্য নাগরিক) এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার সন্ধ্যায় দি হাঙ্গার প্রজেক্ট কার্যালয়ে সুজন সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এই স্লোগানে ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান’ রাষ্ট্রসংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন”। এই স্লোগানকে সামনে রেখে  উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি শাহ আলম প্রামাণিক,  সিনিয়র সহ সভাপতি আখতার হোসেন খান , সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান তরফদার বাবু , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক , সাংগঠনিক সম্পাদক হালিমুর রিপন, সদস্য রমা রাণী ভৌমিক,  সুজন পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরান পারভেজ ইভান প্রমুখ।
 উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক পরিচালক জয়ন্ত,  আতিকুর রহমান সুমন প্রমুখ ।