ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার “গোবিন্দাসী ক্যাডেট স্কুল” এর শিক্ষার্থীদের ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান এবং পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে গোবিন্দাসী ক্যাডেট স্কুলের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এই ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম। উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ মিয়া, ভূঞাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক কোরবান আলী তালুকদার, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ মিন্টু মিয়া প্রমুখ । এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও সকল ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।