মধুপুর প্রতিনিধি ঃ “থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়বো বাংলাদেশ” এ মূল সুর নিয়ে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর রবিবার উপজেলা প্রশাসন, কারিতাস ময়মনসিংহ অঞ্চল ও ব্র্যাক যৌথ ভাবে এ দিবসের আয়োজন করে। সকালে উপজেলা চত্ত্বর হতে একটি র্যালি বের হয়ে স্মৃতি রোড় প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়। মধুপুর উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন ও মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান র্যালির উদ্ভোধন করেন। পরে উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাকের অনুপ্রেরণা-২ অভিবাসী ফোরামের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, অভিবাসীর ফোরামের সদস্য আব্দুল মজিদ, পাঁচ পটল ডিগ্রি কলেজের প্রভাষক লিয়াকত হোসেন জনী প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের অনুপ্রেরণা-২ এর মাঠ কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় ব্র্যাক ও কারিতাসের অভিবাসী ফোরামের সদস্য, বিদেশী ফেরত অভিবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন