মধুপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

Spread the love

মধুপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে “আমাদের নার্স, আমাদের ভবিষৎ” এ শ্লোগানে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টার দিকে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স, চিকিৎসক ও বেসরকারি প্রতিষ্ঠান মধুপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ দিবসটি পালিত হয়।

র‌্যালি শেষে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ও মধুপুর নার্সিং ইনস্টিটিউটের পরিচালক ডা. মীর ফরহাদুল আলম মনি, নার্স সুপার রমিছা বেগম, সিনিয়র নার্স অর্পণা সাহা, বাবলী প্রমুখ।

উপস্থিত ছিলেন, নার্স সুপার ফাতেমা বেগম, মধুপুর নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রোজিনা আক্তার, অতিথি শিক্ষক ও মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম শহীদ। অনুষ্ঠানে নার্স ও নার্স শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান মধুপুর নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর হাসিনা বিনতে হাসেম। পরে আধুনিক নার্সের ¯্রষ্টা ফ্লোরেন্স নাইটেঙ্গল এর জস্মদিন ও নার্স দিবস উপলক্ষ্যে কেক কাটা হয়।

যুগধারা ডট টিভি/অন্তু