স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মদ পান করে বাড়ি ফেরার পথে শমশের মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টার দিকে মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের তিনের তাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
অভিযুক্তরা নিহত ব্যক্তির বন্ধু বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। নিহত শমশের একই ইউনিয়নের হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, সোমবার রাতে শমশেরসহ তার কয়েকজন বন্ধু মদ পান করে বাড়ি ফিরছিলেন। আশঙ্কা করা যাচ্ছে পথে তাদের মধ্যে কোনো একটি বিষয়ে ঝগড়া হতে পারে। এরই জেরে শমশের আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।
নিহতের মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিখ্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোট না আসা পর্যন্ত আর কিছু বলতে পারছি না।
যুগধারা ডট টিভি/অন্তু