মধুপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের মধুপুরের জলছত্র কাঁচামাল সংরক্ষণ ও সরবরাহকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর বিকালে সমিতি কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, অরণখোলার ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বেরীবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন, বেরীবাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবলীগ নেতা নাজির সরকার, অগ্নিসেনা ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন প্রমূখ। এ সময় সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।