মধুপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Spread the love

নাজিবুল বাশার :

টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ও উফশী আউশ ধান আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা নাম্নী, কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া রিভা প্রমুখ।

কৃষি অফিসার আল মামুন রাসেল জানান, বিনামূল্যে দুই হাজার কৃষক, কৃষাণীর মাঝে প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। ৪০০জন কৃষক, কৃষাণীর মাঝে এক কেজি পরিমাণে পাটের বীজ, বিতরণ করা হয়েছে। গত বছর আউশ ধানের চাষ ছিল ৩৬০ হেক্টর। এবছর তা বৃদ্ধি পেয়ে ৫৫০ হেক্টরে চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

যুগধারা ডট টিভি/অন্তু