মধুপুরে জলিল হত্যাকান্ডের প্রধান দুই আসামী গ্রেফতার

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চাঞ্চল্যকর আপন ভাগিনা কর্তৃক মামা আঃ জলিল (৪৫) হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামীকে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।

র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার সোলাকুড়ি (গিলাগাইছা) গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে চাঞ্চল্যকর আঃ জলিল (৪৫) হত্যা মামলার আপন দুই ভাই আসামী সিহাদ মিয়া (২৩) ও আসামী নোমান (২৫) রাতে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা অবস্থান করছে। পরে র‌্যাব কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব আরো জানান, আসামী সিহাদ মিয়া এর সাথে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুজন ব্যক্তির মধ্যে ঝগড়াঝাঁটি হয়। উক্ত ঝগড়াঝাঁটির বিচার করেন উক্ত মামলায় নিহত আঃ জলিল। বিচারে অসন্তুষ্ট হয়ে উপরোক্ত গ্রেফতারকৃত দুইজন আসামী সহ অন্যান্য আসামীরা মিলে গত ১৫ এপ্রিল হরিণধারা বাজারে আঃ জলিল কে ধারালো ছুরি দ্বারা হত্যা করে।

হত্যাকান্ডের পর থেকেই আসামীরা সিলেটে আত্মগোপনে ছিল। হত্যাকান্ডের ঘটনায় নিহত আঃ জলিলের ছোট ভাই মোঃ খলিলুর রহমান (৪৩) পরে বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামীদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে মধুপুর থানায় ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।

যুগধারা ডট টিভি/অন্তু