মধুপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে র‍্যালি, পুরস্কার বিতরণ

Spread the love

নাজিবুল বাশার:
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে র‍্যালি, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৮ নভেম্বর মধুপুর উপজেলা প্রশাসন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের অংশ গ্রহণের মাধ্যমে দিন ব‍্যাপী এ মেলায় চলতে থাকে।
এ মেলায় সভাপতিত্বে করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।

এ সময়ে সন্ধ্যায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে শোলাকুড়ি উচ্চ বিদ‍্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ‍্যালয় এবং উচ্চ মাধ‍্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে মধুপুর সরকারি কলেজ। সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে নজরুল একাডেমি, মধুপুর শাখা, শিল্পী লোকমান উদাস ও জুঁই বাওলা।