মধুপুরে প্রয়াত সরকার শহীদ ও ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Spread the love

হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণ, আহতদের দুংত সুস্থতা কামনায় ও মধুপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত বিএনপি নেতা সরকার শহীদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সরকার শহীদের প্রতিষ্ঠিত হোটেল আদিত্যের সামনে এ আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, বিশেষ বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। বিশেষ অতিথি টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন মরহুম সরকার শহীদের স্ত্রী লিলি সরকার ও সরকার শহীদের ছেলে আদিত্য।
এ সময় উপজেলা,ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।