মধুপুরে বনাঞ্চল মহাসড়কের পাশে বৃদ্ধের লাশ উদ্ধার

Spread the love

নাজিবুল বাশার :

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বনাঞ্চল থেকে ষাটোর্ধ (৬০) মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে অরণখোলা ফাঁড়ি পুলিশ।

গহীন জঙ্গলের মহাসড়কের মাঝামাঝি  মহুয়া কটেজ কাছে মাটির ঢিবিতে হেলান দেয়া অবস্থায় পড়ে ছিল লাশটি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরের আগে পথচারীদের নজরে এলে তারা অরণখোলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার  করে  বিকেলে  মধুপুর থানায় নিয়ে আসে। ফাঁড়ির এসআই সফিকুল ইসলাম জানান, অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার হয়েছে।

সন্ধ্যার আগে প্রাথমিকভাবে জানা যায়, মৃত ব্যক্তির গ্রাম বিন্নাকুড়ি, মুক্তাগাছা উপজেলার।

তিনি মানসিক ভারসাম্যহীন ভাবে চলাফেরা করতেন বলে জানা যায়। আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।  তারা এসে লাশ সনাক্ত করার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। মৃত ব্যক্তির গায়ে কোন আঘাত চিহ্ন ছিলো না। প্রাধমিকভাবে ধারণা করা হয়েছে হার্ট স্ট্রোক করে মৃত বরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

যুগধারা ডট টিভি/অন্তু