মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা ও পৌর যুবদল এ সভার আয়োজন করে।
গতকাল তাদের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মধুপুর পৌর যুবদলের আহবায়ক সাইফুর ইসলাম সাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা যুবদলের আহবায়ক মো. হযরত আলী শেখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আরিফুল ইসলাম। উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেন ফকির ও পৌর যুবদলের সদস্য সচিব মো. শামীম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ও পৌর যবু দলের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় উপজেরা পৌর ইউনিয়ন সহ বিভিন্ন শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, গত মঙ্গলবার বিকেলে শাইলবাইদ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কতৃক আয়োজিত আউশনারা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহবায়ক, মোঃ আরশেদ আলী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি এম,রতন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা মোঃ বাহানুল ইসলাাম, প্রকৌশলী শ্রমিক নেতা মোঃ আঃ জলিল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আবু ছায়েদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনিছুর রহমান,প্রমুখ।
এ সময় বিএনপি ও কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।