স্টাফ রিপোর্টার:
টাংগাইল সদর উপজেলায় ১২ টি ইউনিয়নে নিজস্ব অর্থায়নে ২০০০ দুই হাজার উন্নত মানের সোয়েটার এবং ৫০০ পাঁচশত কম্বল বিতরণ করছেন টাংগাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
তিনি তাঁর নিজ নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করছেন।
প্রচন্ড শীত ও কনকনে ঠান্ডা হবার মানুষ যখন ঘরে থেকে বের হতে পারছিলনা,তখন তিনি দিন রাত ১২ টি ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে নিজ হাতে এসকল শীতবস্ত্র বিতরণ করছেন।
শীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন ধর্মীয়,সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দরিদ্র অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীদেরকে সাধ্যমত সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।
আমার পিতৃ ও মাতৃতুল্য বয়স্কদের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার এবং কম্বল বিতরণ করছি।
শীতার্ত মানুষ শীতবস্ত্র পেয়ে যেকি পরিমাণ খুশী হয়েছে, তা ভাষায় বর্ণনা করতে পারবোনা। শুধু হৃদয় দিয়ে অনুভব করছি। অনেক দরদ ও কষ্ট করে এ শীতবস্ত্র গুলো তৈরি করে ছিলাম। শীতার্ত জনগোষ্ঠীর মাঝে এগুলো বিতরণ করে এবং তাদের মুখে হাসি দেখে আমার সকল কষ্ট দূর হয়ে গেছে।এই হত দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ্র বিতরণ করতে পেরে আমি খুবই আনন্দিত। মানবতার কল্যাণে আমার এ ধরনের সাহায্য সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।