মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

Spread the love

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

এসময় লাইফ সায়েন্স অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ উমর ফারুক, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনঃরায় বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

দিবস উপলক্ষে গতকাল বিভাগের শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উক্ত বিভাগের উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর এ বিষয় একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর বলেন, এখন বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশ্বের সকল মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোকে মানবাধিকার বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আমাদের সমাজ ও রাষ্ট্রের যে যেখানে আছি সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে কেউ যেন তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়।