মাভাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : ‘ফার্মাসিস্টরা বিশ্বব্যাপী স্বাস্থ্য চাহিদা পূরণ করে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২৫ সেপ্টেম্বর ২০০৪ (বুধবার) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বেলা ১১টায় ১২তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক, প্রক্টর প্রফেসর ড. মোঃ ইমাম হোসেন ও টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন মিয়া। এছাড়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী, সহকারী অধ্যাপক ড. মোঃ হযরত আলী ও শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান শাহেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান মোগল। কর্মসূচিতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর এই দিনটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।