যুগধারা ডেস্ক :
দেশের আদালতগুলোয় থাকা মামলাজট কমাতে বিচার বিভাগ করছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি আরো জানান, বিচারের বাণী নিভৃতে কাঁদে, সেটা আর হবে না।
মানিকগঞ্জে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সোমবার (২৬ জুন) দুপুরে প্রধান বিচারপতি এমন অভিমত ব্যক্ত করেন।
প্রধান বিচারপতি বলেন, সারাদেশের আদালতগুলোতে মামলা জট কমাতে কাজ করছে বিচার বিভাগ। স্বল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। বিচারের বাণী নিভৃতে কাঁদে, সেটা আর হবে না।
এর আগে প্রধান বিচারপতি মানিকগঞ্জে পৌঁছে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
পরে তিনি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। প্রধান বিচারপতি বলেন, করোনার কারণে সারাদেশে মামলার জট বেড়েছিল। তবে ধীরে ধীরে এই জট কমে আসছে।
তিনি আরো বলেন, বিচার বিভাগের গতি বাড়াতে নিয়োগ দেয়া হচ্ছে নতুন বিচারক। সবাই আন্তরিকতা দিয়ে কাজ করলে বিচারের বাণী নিভৃতে কাঁদে, সেটা আর হবে না। বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য সারাদেশে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে। এর জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।
পরে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।