মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার

Spread the love

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী কোটা সংস্কার ছাত্র জনতার আন্দোলনে দায়ের করা হত্যা মামলার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাল আল নোমান জানান, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

দুর্বৃত্তের হামলায় নিখোঁজ, পদ্মায় মিলল আরেক এএসআই এর লাশদুর্বৃত্তের হামলায় নিখোঁজ, পদ্মায় মিলল আরেক এএসআই এর লাশ গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।