মির্জাপুরে আলোকিত ইউনিয়ন গড়তে দৃষ্টান্ত উদ্যোগ

Spread the love

স্টাফ রিপোটার ঃ ‘জ্ঞানের আলোয় আলোকিত হোক গ্রামীণ জনপদ’ এমন প্রতিপাদ্য সামনে রেখে উপজেলার তরফপুর ইউনিয়নে গঠিত হয়েছে ‘তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার’। এলাকার শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা ও সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা রয়েছে এই সংগঠনটির। এমন লক্ষ্যে রোববার (২০ নভেম্বর) ইউনিয়নের ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী পর্যন্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এই সংগঠন। প্রতিযোগিতা শেষে মেধাস্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।

এমন আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংগঠনের সমন্বয়ক ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বেশকিছু লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এ কাজে ইউনিয়নের পেশাজীবি, ব্যবসায়ী , প্রবাসী ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীসহ অনেকেই এগিয়ে এসেছে। আমাদের স্বপ্ন আমাদের ইউনিয়নকে একটি আলোকিত ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার বলেন, শিক্ষিত তরুণ সমাজ শিক্ষার্থীদের মেধা বিকাশে এগিয়ে এসেছে এটি একটি ভাল লক্ষণ। আমরা তাদের এই উদ্যোগকে সফল করতে সহযোগিতা করেছি এবং ভবিষ্যতে এধরনের কার্যক্রমকে উৎসাহিত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তাদের পাশে থাকবে।