মির্জাপুরে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Spread the love

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় পৌরসদরের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেক কাটা, র‌্যালী, দোয়া ও আলোচনা সভা হয়।
আলোচনা সভায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির মির্জাপুর প্রতিনিধি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র সালমা আক্তার, সহকারি কমশিনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি, সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি সামসুল ইসলাম শহিদ, সাবেক সম্পাদক মো. এরশাদ মিঞা, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা।