মির্জাপুরে বংশাই নদীতে চলছে মাটি উত্তোলনের প্রতিযোগিতা

Spread the love

মো.রুবেল মিয়া:

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে চলছে মাটি উত্তোলনের প্রতিযোগিতা।দিন ভর চলে মাটি কেনাবেচা ও প্রসেসিংয়ের কাজ আর সন্ধা হওয়ার সাথে সাথে ভোর পর্যন্ত চলে অর্ধশত ১০ চাকার ও ৬ চাকার ড্রামট্রাক।এ যেন কউে দেখেও দেখে না।

বংশাই নদীরপার ঘেষে মাটি কাটতে কাটতে আরেকটি বংশাই নদীর জন্ম দিচ্ছে মাটিখেকুরা। দু-মাস যাবত ধরে প্রায় ৯ থেকে ১২ টি মাটি কাটার ভেকু দিয়ে এক যোগে বংশাই নদীতে চলছে এই মাটি কাটার প্রতিযোগিতা।

এর ফলে প্রতিবছরই বংশাই নদীর ভাঙনের কবলে পড়ে ক্ষতি গ্রস্থ হচ্ছে সাধারন মানুষের ফসলি জমি,বসতভিটা,রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান,ব্রীজ ও কালভাট।চরম হুমকির মুখে পড়েছে ত্রিমোহন এলাকার আলহাজ্ব একাব্বর হোসেন সেতুটি।এছাড়াও বিপদসীমার মধ্যে রয়েছে পৌরসভার ৩নং ও ৪নং ওয়ার্ডের বাসিন্ধারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেন, প্রভাবশালীদের হুমকির মূখে পড়তে চাই না ভাই গণমাধ্যমকে তথ্য দিলে আমরা ঝুকির সম্মোক্ষিণ হই।তাদের সাথে আমরা পেরে উঠতে পারি না।আমরা গরিব মানুষ আমাদের দেখার কেউ নাই।নদী ভাঙন থেকে রক্ষা পেতে এখন সরকারই আমাদের শেষ ভরসা।আমারা নদী পাড়ের মানুষ প্রতি বছর মাটি কাটায় ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে আমাদের ঘরবাড়ি বিলিন হয়ে যাচ্ছে।আমরা সরকারের সু-দৃষ্টি ও সাহায্য কামনা করছি।
গোড়াইল গ্রামের এক বাসিন্দা বলেন,আমার নিজের ক্ষেতের ফসল আমি ফলাতে পারি না শুধু মাটি কাটার ফলে।আমার জমির চারপাশেই মাটি কাটায় যাতায়াত করতে অসুবিধা হওয়াতে জমি পতিত পড়ে রয়েছে।প্রভাবশালীদের বিরুদ্ধে কিছু বলতে পারি না। এই ঝঞ্জাল থেকে কবে যে মুক্তি পাব একমাত্র আল্লাহই জানে।

বংশাই নদীতে মাটি কাটা ও দশ চাকার ড্রাম ট্রাক চলার বিষয়ে জানতে চাইলে মির্জাপুর উপজেলা সহকারি(ভূমি)আমিনুল ইসলাম বুলবুল বলেন,মাটি কাটার সাথে জড়িত যারা আছে তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।আর দশ চাকার ড্রাম ট্রাক তো কোনক্রমেই চলতে পারবে না বলে তিনি জানান।